দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা দেওয়ার পর বড় লড়াইয়ের পথে আম আদমি পার্টি।
আজ ভারতের লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল আপ।
প্রথম দফায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, লোকসভা নির্বাচনে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড়াবেন কুমার বিশ্বাস। আপ নেতা আশুতোষকে দিল্লির চাঁদনি চক আসনে কপিল সিব্বলের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে আম আদমি পার্টি।
অন্যদিকে নাগপুরে বিজেপির শক্তিশালি আসনে নিতিন গড়করির বিরুদ্ধে অঞ্জলি ধামানিয়াকে প্রতিদ্বন্দ্বী করা হয়েছে। প্রার্থী তালিকায় নাম রয়েছে সমাজকর্মী মেধা পাটকর, যোগেন্দ্র যাদব, মুকুল ত্রিপাঠিরও।
আজই কেজরিওয়ালের বাড়িতে দলের শীর্ষ বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়। লোকসভা নির্বাচনে আম আদমির রণকৌশল কী হবে, তা নিয়েও আলোচনা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।