ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের খরচ হতে চলেছে প্রায় ৩০ হাজার কোটি রুপি। যা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী খরচের পরেই বিশ্বে সর্বোচ্চ।
সেন্টার ফর মিডিয়া স্টাডিজের হিসাব অনুযায়ী, জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করবে নির্বাচনী ব্যয়ের তালিকায়। লোকসভা নির্বাচনে খরচের ঊর্ধ্বসীমা ৭০ লক্ষ করার সিদ্ধান্তও ব্যয়বৃদ্ধির নেপথ্যে অন্যতম কারণ।
সমীক্ষা অনুযায়ী, ১৯৯৬ সালের লোকসভা নির্বাচনে খরচ হয়েছিল আড়াই হাজার কোটি রুপি।
২০০৪-এ সেই অঙ্কটা এক লাফে বেড়ে দাঁড়ায় দশ হাজার কোটি। এক দশকের ব্যবধানে সেই খরচই এবার এক ধাক্কায় তিন গুণ বাড়ার সম্ভাবনা।
সেন্টার ফর মিডিয়া স্টাডিজের হিসেব অনুযায়ী, জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র রাষ্ট্র ভারত যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করবে নির্বাচনী ব্যয়ের তালিকায়। তবে বিশেষজ্ঞদের মতে, প্রার্থী, দল ও সমর্থকদের অলিখিত ব্যয় বিবেচনা করলে তা যুক্তরাষ্ট্রকে ছাপিয়েও যেতে পারে। নির্বাচনে অলিখিত ব্যয়ের প্রায় সবটাই মেটানো হয় কালো টাকা থেকে, যার একটি বড় অংশ যায় ভোট কেনায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।