রাজ্যে আবার পেট্রল ও ডিজেলের দাম বাড়তে চলেছে । পেট্রোল লিটার প্রতি ৬০ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৫০ পয়সা বাড়ছে।শনিবার থেকে এই দাম বেড়েছে।
অবশ্য শুক্রবার মধ্যরাত থেকেই এই দাম কার্যকর হয়। গত ৩১ জানুয়ারি ডিজেলের দাম ৫০ পয়সা বাড়লেও পেট্রোলের দাম অপরিবর্তিতই ছিল।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গত বছর বলা হয় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য ৫০ পয়সা করে বাড়ান হবে। সেই নির্দেশ মতোই পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ান হলো।এদিকে লোকসভা নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম বাড়লো। আর ভোটের ক্ষেত্রে এর প্রভাব পরতে পারে বলে মনে করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।