আমাদের কথা খুঁজে নিন

   

ডেসটিনির দুই মামলায় অভিযোগপত্র অনুমোদন

দুদক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এবং ডেসটিনি ট্রি- প্লানটেশন লিমিটেডের বিরুদ্ধে এই অভিযোগপত্র শিগগিরই আদালতে জমা দেয়া হবে।

এর মধ্যে ডেসটিনি মাল্টিপারপাসের মামলায় ১৯ জন এবং ট্রি-প্লানটেশনের মামলায় ৪৬ জনকে আসামি করা হয়েছে।

রফিকুল আমিন ও সাবেক সেনা প্রধান হারুনুর রশীদ দুই মামলাতেই আসামি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহাবুদ্দিন বলেন, “অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশীদ এই মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত। মানি লন্ডারিংয়ের ঘটনার পুরোটাই তিনি জানতেন।

৩ হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে গত বছরের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় মামলা দুটি দায়ের করে দুদক।

একটি পত্রিকার প্রতিবেদনের সূত্র ধরে করা ওই দুই মামলার অভিযোগ তদন্তের জন্য তখন দুদকের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটিও করা হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.