আমাদের কথা খুঁজে নিন

   

শত জীবন বাঁচালেও বাঁচলেন না তাজুলের বাবা

তাজুল ইসলাম গত ২৭ নভেম্বর অবরোধকারীদের নাশকতার হাত থেকে চট্টগ্রামগামী মেঘনা এঙ্প্রেস ট্রেনের শত শত যাত্রীর জীবন বাঁচিয়েছিলেন কৃষক তাজুল ইসলাম। চাঁদপুর-লাকসাম রেলপথের মৌতাবাড়িতে সময়মতো সংকেত দেখিয়ে ট্রেনটি থামিয়েছিলেন তাজুল। ফলে নিশ্চিত বিপদের হাত থেকে বেঁচে গিয়েছিলেন ট্রেনের শত শত যাত্রী। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! ঠিক একই স্থানে একই ট্রেনের ইঞ্জিনের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন তার বাবা মহব্বত আলী (৯৫)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে চোখের সামনেই বৃদ্ধ বাবাকে ট্রেনের নিচে চাপা পড়ে প্রাণ হারাতে দেখেন তাজুল।

তাজুলের মেয়ের স্বামী জাকির হোসেন জানান, তাজুলের বাবা চোখে খুব বেশি একটা দেখেন না। এমনকি কানেও শোনেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.