ভারতের ক্রিকেট জুয়ায় বাংলাদেশেও নড়ে যায়। এমন এক জুয়া কাণ্ডের নায়িকা সুনন্দা পুস্কর রহস্যজনক ভাবে মারা গেছেন। তার মৃত্যুতের অনেক সত্য ধামাচাপা পড়ে গেলো। আইএসআই,আল কায়দা, ক্রিকেট জুয়া, পাকিস্তান ইত্যাদি কাহিনী আর বের হলো না।
ভারতের বিতর্কিত রাজনীতিবিদ শশী থারুর স্ত্রী সুনন্দ পুস্কর থারুর মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যায় সুনন্দার মৃতদেহ দিল্লির পাঁচ তরকা হোটেল লীলাতে পড়ে থাকতে দেখেন শশী থারুরের লোকজন। কিছু দিন আগে এক টুইটার বার্তায় শশী থারুর সুনন্দার সাথে তার বিয়ে হয়েছে বলে জানান। সে বিতর্ক শেষ না হতেই শশীকে নিয়ে শুরু হয় আরেক বিতর্ক। এবার এক পাকিস্তানী সাংবাদিকের প্রেমে পড়েন শশী। সেই মহিলা সাংবাদিককে পাকিস্তানের আইএসআই এজেন্ট বলেন সুনন্দা।
শশীর টুইটারে এটা বলেন তিনি। শশী থারুর একে ইন্টারনেট হ্যাকিং বলে আসেছিলেন। সে ঘটনা ফাঁস হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে সুনন্দার মৃত্যু হয়। পাকিস্তানি মহিলা সাংবাদিক মেহের তারার সম্পর্কে সুনন্দার বক্তব্য ছিলো স্পষ্ট। প্রেস অস্বীকার করায় সুনন্দা একে শশীর মিথ্যাচার বলে আসছিলেন।
এর আগে শশী থারুরকে নিয়ে আইপিএল জুয়া বিতর্ক ওঠে। সে বিতর্কে ললিত মোদীর নাম আসে। ললিত মোদীকে বহিষ্কার করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এসব বিতর্কের মূলে ছিলেন শশী ও তার স্ত্রী সুনন্দা।
শশী ও সুনন্দা উভয়েরই এটি ছিলো তৃতীয় বিয়ে।
শশী প্রথম বিয়ে করেন কলকাতার মেয়ে তিলোত্তমা মুখার্জিকে। তিলোত্তমাকে তালাক দিয়ে বিয়ে করেন ক্রিস্টা নামে এক কানাডিয়ান মহিলাকে। ওই কানাডিয়ান মহিলা ঘরে শশীর সন্তান রয়েছে। জাতিসংঘে ইইএনএইচসিআর থাকা কালীন অবস্থায় এই বিয়ে করেন শশী। পরে জাতিসংঘ থেকে অবসর নিয়ে শশী বিয়ে করেন সুনন্দাকে।
এ সময় তিনি ভারতের কংগ্রেস দলের মনোনয়নে কেরেলা থেকে লোক সভার সদস্য হোন। দুনীর্তিতে শশীর নাম আসায় মন্ত্রিত্ব থেকে জোর পূর্বক পদত্যাগ করানো হয় শশীকে। পরে আইপিএল'র একটি দল বিক্রিতে শশীর থারুরের নাম আসে। আইপিএল জুয়ায় শশী ও তার স্ত্রী সুনন্দার জড়িত থাকার খবর পাওয়া যায়।
সুনন্দা পুস্কর ভারতের আর্মি পরিবারের সন্তান।
প্রথম বিয়ে হয় সনজয় রাইনা নামের এক কাশ্মীরি যুবকের সাথে। পরে তাকে তালাক দিয়ে বিয়ে করেন কেরেলার এক ব্যবসায়ী সুজিত মেনন কে। সুজিত মেনন এর ঘরে সুনন্দার ২১ বছরের একটি ছেলে রয়েছে। সুজিথকে তালাক দিয়ে বিয়ে করেন শশীকে। শশীকে বিয়ে করার আগে দুবাই ভিত্তিক একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকুরী করতেন সুনন্দা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।