আমাদের কথা খুঁজে নিন

   

'নারী পর্যটকদের জন্য নিরাপদ নয় ভারত'

নারী পর্যটকদের জন্য ভারত আর নিরাপদ নয়। বিভিন্ন দেশের কাছে এমন বার্তাই যাচ্ছে। আর তার প্রভাব পড়ছে ভারতের পর্যটনে। দিনকয়েক আগে রাজধানীতে এক ড্যানিশ মহিলাকে ধর্ষণের ঘটনায় ভারতে পর্যটন ক্ষেত্রে ইউরোপের নাগরিকদের উদ্দেশে সতর্ক বিধি জারি করেছে সেখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ক্রমাগত বাড়তে থাকায় এমনিতেই গত এক বছরে ভারতের পর্যটন ব্যবসায় যথেষ্ট লোকসান হয়েছে। এক সমীক্ষায় জানা গেছে, চলতি বছরে ভারতে বিদেশি মহিলা পর্যটক কমেছে ৩৫ শতাংশ। মোট পর্যটক কমেছে ২৫ শতাংশ। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ভারতে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে মাত্র ৪ শতাংশ, যা ২০১২ সালে ছিল ৫ শতাংশ আর ২০১১ সালে ১৩ শতাংশ।

ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার পরামর্শদাতা রাজিন্দর রাইয়ের বক্তব্য, 'মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা যেমন দুঃখজনক তেমনি দেশের ভাবমূর্তির পক্ষেও হানিকারক। প্রচেষ্টা সত্ত্বেও এ ধরনের ঘটনা বন্ধ করা যাচ্ছে না।' এক হোটেল মালিকের ভাষায়, 'এক বছর ধরে মহিলা পর্যটকদের মধ্যে এ ধারণা কাজ করছে যে ভারত তাদের জন্য নিরাপদ নয়।' অনলাইন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.