যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরের দৃপ্ত অঙ্গীকার এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসার মধ্য দিয়ে গতকাল দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ৪২তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। একই সঙ্গে সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসের উল্লেখযোগ্য আরও কর্মসূচিতে ছিল শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শহীদ মুক্তিযোদ্ধা ও বধ্যভূমি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, শহীদ মিনারে সম্মিলিত সুরে জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান, স্বাধীনতা যুদ্ধ বিষয়ে স্মৃতিচারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শনী, শিশুদের দেশাত্দবোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয় র্যালি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি ও পুস্তক প্রদর্শনী এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তি বাহিনীর কাছে পাকবাহিনীর আত্দসমর্পণের দৃশ্য মঞ্চায়ন। আমাদের নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর-
চট্টগ্রাম : শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, চট্টগ্রাম মহানগর বিএনপি, শ্রমিক দল, যুবদল, গণজাগরণ মঞ্চ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, জেলা আইনজীবী সমিতি, মুক্তিযোদ্ধা জনতা লীগ, সিপিবি, বাসদ, বাস্তুহারা লীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, শ্রমিক ফ্রন্ট, সনাক-টিআইবি, জাতীয় মহিলা সংস্থা, গণফোরাম, নাগরিক ঐক্য, সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রাম একাডেমি, পেশাজীবী সমন্বয় পরিষদ, বোধন আবৃত্তি পরিষদ, তারুণ্যের উচ্ছ্বাস, নিষ্পাপ অটিজম স্কুল, প্রজন্ম '৭১, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, মওলানা ভাসানী ফাউন্ডেশন, বাংলাদেশ শ্রমিক পরিবহন ফেডারেশন, এলডিপি উত্তর জেলা, বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র, ক্ষুদিরাম পাঠাগার, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার, রোটারি ক্লাব অব চিটাগাংসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
সিলেট : শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিটি মেয়র, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ উস সামাদ কয়েস, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসন, পুলিশ সুপার, প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, আইনজীবী সমিতি, বিএমএ, স্বাচিপ, উদীচী, সম্মিলিত নাট্য পরিষদসহ বিভিন্ন সংগঠন। অন্যদিকে বিশ্বের কোটি বাঙালির সঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মিলাল সিলেটের হাজারো জনতা। বিকাল ঠিক ৪টা ৩১ মিনিটে পরিবেশন করা হয় জাতীয় সংগীত।
বরিশাল : জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতারা, বিভাগীয় কমিশনার মো. নূরুল আমীন, ডিআইজি ডা. আবদুর রহিম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ, সিটি করপোরেশন ও জেলা বিএনপির একাংশের পক্ষে মেয়র ও জেলা বিএনপির একাংশের সভাপতি আহসান হাবিব কামালসহ বিভিন্ন সংগঠন, শ্রেণী-পেশার মানুষ। বিকালে নগরীর সদর রোডে আলোচনা সভা এবং বিজয় র্যালির আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
খুলনা : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. আবদুল জলিল, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, জেলা প্রশাসক আনিস মাহমুদ, পুলিশ সুপার মো. গোলাম রউফ খানসহ মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।