আমাদের কথা খুঁজে নিন

   

কাল থেকে লাগাতার অবরোধ

একতরফা নির্বাচন প্রতিহত ও ভোটের অধিকার রক্ষায় আগামীকাল বুধবার থেকে সারা দেশে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। একই দাবিতে আজ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে বসুন্ধরা বারিধারায় ফিরোজা বেগম সড়কের নিজ বাসায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খোন্দকার মাহবুব হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। ১৮-দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। এদিকে কর্মসূচি ঘোষণার পর পরই খোন্দকার মাহবুব হোসেনের বাসভবনের সামনে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সদস্যকে অবস্থান নিতে দেখা যায়। প্রবীণ এই আইনজীবী বলেন, 'সরকার নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে। গণতন্ত্র আজ অনুপস্থিত। বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না। তাই ভোট ও গণতন্ত্রের অধিকার রক্ষায় বাধ্য হয়ে কর্মসূচি দিতে হচ্ছে। ১ জানুয়ারি থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা দেশে অবিরাম রাজপথ, রেলপথ ও সড়কপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। একইভাবে আগামীকাল মঙ্গলবার (আজ) সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ পালিত হবে। ১৮-দলীয় জোট জোটনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দিচ্ছি।' এ সময় বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, অ্যাডভোকেট আমীর হোসেন সরকার মানিক প্রমুখ উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বলেন, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। সরকার যদি সামনের কর্মসূচিগুলোতে বাধা দেয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দেশবাসীকে এ কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

কাজী জাফরের একাত্দতা : নবগঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ গতকাল এক বিবৃতিতে ১৮ দল ঘোষিত আজকের বিক্ষোভ ও আগামীকাল থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির সঙ্গে একাত্দতা প্রকাশ করেছেন। পার্টির সব নেতা-কর্মীকে এ শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে নির্দেশ দেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.