আমাদের কথা খুঁজে নিন

   

ইনকিলাবের সাংবাদিক আতিক দুই দিনের রিমান্ö

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় দৈনিক ইনকিলাবের কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমানকে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে পত্রিকার নিউজ এডিটর রবিউল্লাহ রবি, ডেপুটি চিফ রিপোর্টার রফিক মোহম্মদের জামিন আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাংবাদিক আতিকুর রহমানকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামিদের আইনজীবী সৈয়দ আহম্মেদ গাজী, মাহবুবুল হক ও তুহিন হাওলাদার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার রাতে দৈনিক ইনকিলাবের অফিসে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এ ছাড়া পত্রিকাটির প্রেসও সিলগালা করে দেওয়া হয়। এ সময় বার্তা কক্ষ থেকে এই তিনজনকে আটক ও দুটি সিপিইউ, দুটি মনিটর, একটি ইউপিএস, একটি ট্রেসিং পেপার, খসড়া নিউজের কপি জব্দ করা করে পুলিশ। পত্রিকাটির সিনিয়র প্রতিবেদক আবজাল বারীকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সাতক্ষীরায় গণআন্দোলন দমাতে সরকার ভারতীয় বাহিনীকে অপারেশনে নামিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় দিলি্লর কাছে এ সেনা সহায়তা চেয়ে চিঠি দেয়। এই প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.