অজ্ঞাত উৎস থেকে পাওয়া হুমকির মুখে আগামীকাল রবিবার বাংলাদেশসহ ১১ দেশে মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। আমেরিকান রিক্রিয়েশন অ্যাসোসিয়েশন আজ থেকে সোমবার পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। তবে বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের এসব দেশে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখবে।
এদিকে ঢাকার কূটনৈতিক পল্লীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ ও র্যাব ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তবে পুরো নিরাপত্তার দেখভাল করছে পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগ।
ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার তাদের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানালেও এর কোনো কারণ উল্লেখ করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মধ্যপ্রাচ্য ও বিভিন্ন মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ওপর আল কায়দার হামলা পরিকল্পনার গোয়েন্দা তথ্যের কারণেই দূতাবাস বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে কোনো কোনো দেশে এ ধরনের হামলা হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে স্পষ্ট কোনো তথ্য নেই। বাংলাদেশ ছাড়াও বাহরাইন, ইসরাইল, জর্ডান, কুয়েত, লিবিয়া, ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন এবং আফগানিস্তানে মার্কিন দূতাবাসগুলোকে রবিবার বন্ধ রাখতে বলেছে সে দেশের পররাষ্ট্র দফতর। গুলশান জোনের পুলিশের উপ-কমিশনার (ডিসি) লুৎফুল কবীর জানান, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে রবিবার বাংলাদেশসহ কয়েকটি মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থার একাধিক সূত্রে জানা গেছে, ঢাকায় প্রতিটি দূতাবাস, বিশেষ করে মার্কিন দূতাবাসের আশপাশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রমের মধ্যে রয়েছে- বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা চৌকি বসিয়ে বাড়তি তল্লাশি, পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, পুলিশ, র্যাব, এপিবিএনের পৃথক চেকপোস্ট ও টহল কার্যক্রম। এ ছাড়া বিশেষ যন্ত্রের মাধ্যমে আগ্নেয়াস্ত্র শনাক্ত করা হচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকাল থেকে গুলশান, বনানী, বারিধারা ও বাড্ডা এলাকার ১০ থেকে ১৫টি পয়েন্টে পুলিশের অতিরিক্ত নিরাপত্তা চৌকি বসানো হবে। এসব এলাকায় সন্দেহভাজন ব্যক্তি, সিএনজি অটোরিকশা, ট্যাঙ্কি্যাব, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল থামিয়ে ব্যাপক তল্লাশি চালানো হবে। বেশ কয়েকটি পয়েন্টে যাত্রীবাহী বাস থামিয়েও তল্লাশি চালানোর নির্দেশনা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।