আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার আকাশে ভয়াবহ রাজনৈতিক সিডর ঘুরপাক খ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব মুহাম্মদ হুমায়ুন কবীর বলেছেন, গভীর উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি বাংলার আকাশে এক ভয়াবহ রাজনৈতিক সিডর ঘুরপাক খাচ্ছে। জনগণ শঙ্কিত। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সংযত হয়ে সংঘাতের পথ পরিহার করে দুই নেত্রীকে সংলাপ করতে হবে। গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, সংঘাতের মাধ্যমে এ সংকটের মীমাংসা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার দেশ ও দেশের জনগণের প্রতি অবশ্যই দরদ আছে। সে দরদের বহিঃপ্রকাশ দেশবাসী দেখতে চায়। তারা বলেন, এতে সরকারকেই বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিরোধী দলকে দরদি মন নিয়ে এগিয়ে আসতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.