আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিণ সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী পাঠা

জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দক্ষিণ সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআর। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানিয়েছে, ২৪ ডিসেম্বর জাতিসংঘ মহাসচিব বান কি-মুন দক্ষিণ সুদানের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশি শান্তিরক্ষী প্রেরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে অনুরোধ জানান। জাতিসংঘ মহাসচিব দক্ষিণ সুদানে জরুরি ভিত্তিতে বাংলাদেশের একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি সামরিক হাসপাতাল ইউনিট, সামরিক পরিবহন বিমান এবং সামরিক হেলিকপ্টার প্রেরণের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। অনুরোধের ভিত্তিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী এবং বিমানবাহিনী জরুরি ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ সুদানে জনবল এবং বিমান প্রেরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে জনবল ও সরঞ্জামাদির পরিবহন যে কোনো সময় শুরু হবে। এর আগেও জাতিসংঘের জরুরি অনুরোধে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দ্রুত ব্যবস্থা গ্রহণ বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিসহ ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এটি বাংলাদেশের প্রতি জাতিসংঘের আস্থা সুদৃঢ় করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর অন্যতম হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত ও প্রশংসিত হয়েছে। পেশাদারিত্ব, শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও মানবতাবোধের কারণে বাংলাদেশি শান্তিরক্ষীরা সারা বিশ্বের আস্থা অর্জন করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.