আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিক হত্যা

রাজধানীতে আরও একজন সাংবাদিককে অপঘাতে প্রাণ হারাতে হলো। বুধবার রামপুরার ওয়াপদা রোডের বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমদের হাত-পা বাঁধা লাশ। দৈনিক ইত্তেফাকের সাবেক প্রধান ফটোসাংবাদিক আফতাব আহমদ বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ছবি তুলে বোদ্ধা মহলের দৃষ্টি আকর্ষণ করেন। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় তার তোলা ছবি দেশে-বিদেশে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। মুক্তবুদ্ধি ও মুক্তবিবেকের পক্ষে যারা আফতাব আহমদ ছিলেন তাদেরই একজন। তবে তার হত্যাকাণ্ডের পেছনে সম্ভবত রাজনীতি নয়, আর্থিক কারণ প্রাধান্য পেয়েছে। রামপুরার বাড়িতে স্ত্রী মারা যাওয়ার পর গত তিন বছর আফতাব আহমদ একাই থাকতেন। সম্প্রতি তিনি একটি ফ্ল্যাট বিক্রি করেন। বইয়ের রয়্যালিটি বাবদও পান কয়েক লাখ টাকা। অনুমিত হিসাবে কোটি টাকারও বেশি অর্থ বাড়িতেই গচ্ছিত ছিল। সম্ভবত এ অর্থের জন্যই খুনিরা তাকে হত্যা করে। চলতি মাসে তিনি তার গাড়িচালক হিসেবে হুমায়ুন নামের এক যুবককে দায়িত্ব দেন। তিনি একই সঙ্গে বাসার তত্ত্বাবধায়কের কাজও করতেন। এ হত্যাকাণ্ডের পর থেকে হুমায়ুন রহস্যজনকভাবে উধাও। তার মোবাইল ফোনটিও বন্ধ। আলামত দেখে পুলিশও বলেছে টাকার জন্য ঘটতে পারে এ হত্যাকাণ্ড। তাদের বিশ্বাস হত্যাকারী যেই হোক তাকে ধরা সম্ভব হবে। সাগর-রুনী সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডের পর প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমদের হত্যাকাণ্ড সাংবাদিক সমাজে শোকের ছায়া বিস্তার করেছে। আমাদের বিশ্বাস সাংবাদিকদের সঙ্গে আস্থার সম্পর্ক জিইয়ে রাখার স্বার্থে এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্যোগী হবে। রামপুরার ওয়াপদা রোডে মাত্র চার মাসের ব্যবধানে দুটি বড় ধরনের হত্যাকাণ্ড ওই এলাকার আইনশৃঙ্খলার জন্য বিসংবাদ সৃষ্টি করেছে। স্মর্তব্য, ৩১ আগস্ট ওয়াপদা রোডে নৃশংসভাবে নিহত হন পুলিশের সাবেক অতিরিক্ত সুপার ফজলুল কবীর খান। সাগর-রুনী হত্যাকাণ্ডের হোতাদের ধরতে না পারার ব্যর্থতা পুলিশের সুনামকে প্রশ্নবিদ্ধ করেছিল। আমাদের বিশ্বাস নিজেদের সুনামের স্বার্থেই আফতাব আহমদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের সম্মুখীন করতে পুলিশ সম্ভাব্য সব কিছুই করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.