আমাদের কথা খুঁজে নিন

   

ইসিতে সিসি ক্যামেরা

চলমান রাজনৈতিক সহিংসতায় নির্বাচন কমিশন সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে ৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। গতকাল ছুটির দিনে এই ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে অনেক কর্মকর্তার রুমেও লাগানো হচ্ছে এই গোপন ক্যামেরা। সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজধানী আগারগাঁওয়ে অবস্থিত পরিকল্পনা কমিশনের ৫ ও ৬ নম্বর ব্লক নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়। ৫ নম্বর ব্লকের প্রবেশ পথে একটি, দোতলায় দুটি ও সিঁড়িতে একটি, মোট চারটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ৬ নম্বর ব্লকেও একইভাবে চারটি ক্যামেরা লাগানো হয়েছে। ক্যামেরা লাগনোর কাজে নিয়োজিত টেকনিশিয়ান জানিয়েছেন, সিসি টিভির সংখ্যা আরও বাড়তে পারে। তবে প্রাথমিকভাবে ৮ ক্যামেরাই লাগানো হয়েছে। এগুলো খুব শক্তিশালী। এর আগে ইসির এক কর্মকর্তার কক্ষে গোপন ক্যামেরা লাগানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, নির্বাচনে ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিরাপত্তা নিশ্চিতের জন্য গোপন ক্যামেরা বসানো হয়েছে। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন গত ২৫ নভেম্বর থেকেই ইসিতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। বতর্মানে ইসি সচিবালয়ে ৮ জন পুলিশ ও ৩ জন আনসার সার্বক্ষণিক নিয়োজিত হয়েছে। এ ছাড়া ইসির চারপাশে প্রায় ১০০ পুলিশ ও আনসারের ১০ সদস্য পালাক্রমে মোতায়েন রাখা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.