অনেক নাটকের পর বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান দল আসতে রাজি হয়েছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরকারের কাছ থেকে অনুমতি পেল বুধবার। পিসিবি'র উধর্্বতন এক কর্মকর্তা বলেন, 'এই দুটি গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নিতে পাকিস্তান দল বাংলাদেশে যাচ্ছে।' যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির বিরোধিতা করে পাকিস্তানের পার্লামেন্টে শোক ও নিন্দা প্রস্তাব পাস হওয়ায় বাংলাদেশে পাকিস্তানবিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়। আর এ কারণে নিরাপত্তার অজুহাত দেখিয়ে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান। অবশ্য পরে রাজি হয়ে যায়। এবার মিলল সরকারের অনুমতিও। পিসিবি ওই কর্মকর্তা মিডিয়াকে জানিয়েছেন, 'উভয় ইভেন্টেই অংশগ্রহণ করার ব্যাপারে আমরা অনুমতি পেয়েছি। এশিয়া কাপে দলের নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য আমরা সেখানে (বাংলাদেশে) নিরাপত্তা কর্মকর্তাকে পাঠিয়েছিলাম এবং তারা একটি ইতিবাচক রিপোর্ট দিয়েছেন। আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত ছিলাম এবং আয়োজকরা নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা দিয়েছে। সুতরাং আমরা সন্তুষ্ট।'
পাকিস্তান আসবে কিনা এ নিয়ে সংশয় ছিল বিসিবি'র। পাকিস্তান সরকারের অনুমতি পাওয়াতে তা দূর হলো। সত্যি বলতে কি এশিয়াকাপ বা টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দল না আসলে আকর্ষণ থাকত না। তবে পাকিস্তান সরকার আশা করছে, বাংলাদেশ তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে। কোনো অবস্থাতেই যেন ক্রিকেটাররা আতঙ্কের মধ্যে না থাকে সে দিকে দৃষ্টি রাখবে বাংলাদেশ সরকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।