ঢাকা শহরের একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে 'পাখি এবং মানুষেরা' ধারাবাহিক নাটকের গল্প। এই ফ্ল্যাটে উঠে একটি পরিবার। একে একে নানা ঘটনায় জড়িয়ে পড়ে পরিবারটি। এতে প্রেম, সংঘাত, কলহ সবই আছে, জানালেন নাটকের গল্পকার ও নির্দেশক চলচ্চিত্রকার মনতাজুর রহমান আকবর।
নির্মাতা বলেন, সামাজিক ও পারিবারিক বিভিন্ন সমস্যা এ নাটকে বিনোদনমূলকভাবে উপস্থাপন করা হয়েছে এবং এর প্রতিকারের দিক তুলে ধরা হয়েছে। আশা করছি ধারাবাহিকটি দর্শক সাদরে গ্রহন করবে। এর অভিনয় শিল্পীরা হলেন- রাইসুল ইসলাম আসাদ, সাবেরী আলম, ভাবনা, কথা, মিঠু, ববি প্রমুখ। প্রতি মঙ্গল ও বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে নাটকটি প্রচার হয়। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি আকবর বর্তমানে টিভি নাটক নির্মাণেও ব্যাস্ত রয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।