আমাদের কথা খুঁজে নিন

   

চূড়ান্ত পর্বের পথে বাংলাদেশ

আফগানিস্তানের পর নেপালকেও উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের কালকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টাইগাররা কোমর সোজা করে দাঁড়াতেই দেয়নি 'হিমালয় দুহিতা' নেপালকে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেপালকে ৮ উইকেটে হারিয়ে চূড়ান্ত পর্বে খেলা প্রায় নিশ্চিত করে নিয়েছে মুশফিক বাহিনী। টাইগারদের বাছাই পর্বের তৃতীয় ম্যাচ দুর্বল হংকংয়ের বিপক্ষে। প্রথমে ব্যাট করে নেপাল ২০ ওভারে ৫ উইকেটে ১২৬ রান করে। জয়ের বন্দরে পেঁৗছায় মুশফিক বাহিনী ১৫.৩ ওভারে। যদি সুপার টেন নিশ্চিত হয় মুশফিকদের, তাহলে টাইগাররা খেলবে গ্রুপ-২ এ। গ্রুপ-২ এ মুশফিকদের প্রতিপক্ষ ওয়েস্টইন্ডিজ, ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

এদিকে দিনের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। অপরদিকে টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে হংকং।

কালকের মুখোমুখির আগে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। টাইগারদের কাছে হেরেছিল আফগানিস্তান এবং নেপালের কাছে হংকং। তাই দুদলের জন্যই ম্যাচটি ছিল জীবনবাজির। সেই বাজিতে হংকংকে দাঁড়াতেই দেননি মোহাম্মদ শেহজাদ, শফিকউল্লাহরা। টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫৩ রানের লড়াকু ইনিংস গড়ে হংকং। যদিও ম্যাচের প্রথম বলেই উইকেট হারিয়ে থমকে পড়েছিল দলটি। সেই ধাক্কা পরবর্তীতে সামলে নেন ওয়াক্কাস বারকাত, অধিনায়ক জন অ্যাটকিনসন ও চ্যাপম্যান। তিনজনই ত্রিশের ঘরে স্কোর করেন। এই ত্রয়ীর দৃঢ়তায়ই হংকং লড়াকু স্কোর গড়ে। পাকিস্তানিদের নিয়ে গড়া দলটির পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন চ্যাপম্যান। ৪৩ বলের ইনিংসটিতে ছিল ৩টি চার ও একটি ছক্কা। ওয়াক্কাস ৩২ রান করেন ৩২ বলে ৩ চারে এবং অ্যাটকনিসন ৩১ রান করেন মাত্র ২০ বলে ৫ চার ও এক ছক্কায়। আফগানদের পক্ষে ২টি করে উইকেট নেন শাপুর জারদান, হামজা হোতাক ও নবী। ১৫৪ রানের টার্গেট। ১৪ রানে হারায় ওপেনার নাজিব তারাকাইকে। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাচ সেরা মোহাম্মদ শেহজাদ ও আজগর স্ট্যানিকজাই যোগ করেন ৭.৪ ওভারে ৫৫ রান। স্ট্যানিকজাই সাজঘরে ফিরেন ১৩ রান করে। এরপর তৃতীয় উইকেট জুটিতে শেহজাদ ও শফীকউল্লাহ ৪৭ রান যোগ করেন মাত্র ৫.১ ওভার বা ৩১ বলে। এই জুটিই জয়ের ভিত গড়ে দেয়। শেহজাদ ৬৮ রান করেন মাত্র ৫৩ বলে ৬ চার ও ৩ ছক্কায়। শেহজাদ আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শফীকউল্লাহ ৫১ রানে। ২৪ বলে ২১২.৫০ স্ট্রাইক রেটের ইনিংসটিতে ছিল ৩টি চার ও ৩টি বিশাল ছক্কা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.