আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।

ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার । আমাদের রুখে দাড়াতে হবে । নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ , , চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে । লেখক বলেছেন: পশুদের পাশবিকতা : হে নরাধম পশু ধিক্কার কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার ধিক আজি মানবতায় সমাজ বিমুখ আজি এ লজ্জায় যৌবনের নষ্ট সময়ে নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে নেই কি তোদের বোন তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে । এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক কেন সমাজে এসে হান আঁধার ধিক সেই নরাধম পাপিষ্ঠের হতে হবে উপযুক্ত বিচার । বন্ধু অপূর্বের আহবান সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।

প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে ।

ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । ' ***আমার আহবান , তিব্র প্রতিবাদে আমার সাথে সবাই আওয়াজ দিন ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন ধর্ষক দের ফাঁসি চাই । বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা চলবেনা বন্ধ হোক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.