কখনও, হয়তোবা, হঠাত, কিছুকাল, যদিও, খানিকটা, তারপর, অথচ, কিন্তু, তথাপি, তবুও "তন্দ্রাহীন" ...।।
কতটা সময় তোকে ভুলে যেতে যেতে
ফিরে এসেছি শীতপাখিদের মত
বিবর্ণ ঘাসে নিখাদ জল ফেলে
হারাতে চেয়েছি শঙ্খনীলের আড়ালে।
হয়তোবা কয়েকগুচ্ছ শব্দজালে
না বলা কথায় কাগজ-বন্দী
সময়ের বৃত্তে আবর্ত হয়েছি বারবার
কবিতার সীমারেখায় অবাধ শিহরনে ।
কখনও তোর পিচঢালা কান্নায়
অবিরাম বিমূর্ত প্রতিকৃতি হয়ে
এলোমেলো জলভ্রমনে
রংধনু এঁকেছি অদেখা অবেলায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।