আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে পাকিস্তানিদের জন্য রেড অ্যালার

পাকিস্তানিদের জন্য বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশের সব ইমিগ্রেশন গেটওয়েতে এ অ্যালার্টের কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত সব পাকিস্তানি নাগরিকের চলাফেরাও আনা হয়েছে কঠোর নজরদারির মধ্যে। বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে পাকিস্তান থেকে আগতদের জড়ানোর আশঙ্কা প্রকাশ করে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের পর এ অ্যালার্ট জারি করা হলো। অবশ্য গত সপ্তাহে তিন পাকিস্তানিকে ঢাকা থেকে গ্রেফতারও করা হয়। তারা পাকিস্তানে বাংলাদেশ দূতাবাস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিদাতা জঙ্গি সংগঠন 'তেহরিক-ই-তালিবান অব পাকিস্তান (টিটিপি)'-এর দুর্ধর্ষ জঙ্গি বলে ঢাকার গোয়েন্দা পুলিশ দাবি করেছে।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরকে বলা হয়। চিঠিতে মন্ত্রণালয় পাকিস্তানি নাগরিকদের সব ধরনের কাগজপত্র সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলেছে। এর অনুলিপি পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়েও। সূত্রমতে, দেশে ধ্বংসাত্দক দ্রব্য নিয়ে অনুপ্রবেশ ঠেকাতেই নেওয়া হয়েছে এ পদক্ষেপ। বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের পার্লামেন্টে শোক ও নিন্দা প্রস্তাব নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপড়েন, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন উড়িয়ে দেওয়ার হুমকি ও ঢাকায় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালনের কিছু দিন পরই এ সিদ্ধান্ত এলো। তবে এ সিদ্ধান্তের সঙ্গে ওই কারণগুলোর কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকার কর্মকর্তারা। বাংলাদেশে সন্ত্রাসবাদী কার্যক্রমে পাকিস্তান থেকে আসা জঙ্গিদের জড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে দেশের প্রভাবশালী গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের পরই নেওয়া হয় এ সিদ্ধান্ত। গোয়েন্দা প্রতিবেদনে বাংলাদেশে ধ্বংসাত্দক কর্মকাণ্ডের পাশাপাশি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের প্রশিক্ষণের বিষয়ও উঠে এসেছে। জানতে চাইলে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামালউদ্দিন আহমেদ এ প্রতিবেদককে বলেন, 'কোনো দেশের সঙ্গেই সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার ইচ্ছা বাংলাদেশের নেই। কিন্তু তাই বলে কোনো বিদেশি নাগরিককে আমরা বাংলাদেশের মাটিকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে জড়ানোর সুযোগ দিতে পারি না।' তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশে অবস্থানরত সন্দেহভাজন পাকিস্তানিদের চলাফেরাও রেখেছে কঠোর নজরদারিতে। গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানে বাংলাদেশ দূতাবাস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিদাতা জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান অব পাকিস্তান (টিটিপি)-এর দুর্ধর্ষ জঙ্গিরা বাংলাদেশে তৎপরতা চালাতে চাইছে। ঝিমিয়ে পড়া বাংলাদেশি জঙ্গিদের সক্রিয় করতে এরা ঢাকাসহ বিভিন্ন জেলায় ঘাঁটি গাড়ার পরিকল্পনা নিয়েছে। এর আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাংলাদেশের উগ্রপন্থি সংগঠনের জঙ্গি সদস্যদের। হাতে-কলমে তাদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে বোমা তৈরি, বোমা হামলা, অত্যাধুনিক সমরাস্ত্র চালনা ও যুদ্ধের কৌশল সম্পর্কে পারদর্শী হয়ে উঠছে এ-দেশীয় জঙ্গিরা। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রবিবার রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে টিটিপির তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, এরা প্রত্যেকেই গাড়িবোমাসহ ১২ ধরনের বোমা তৈরিতে পারদর্শী। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত আধুনিক অ্যাসল্ট রাইফেল একে-৪৭, এম-১৬, এসএমজি, এলএমজিসহ সব ধরনের আধুনিক অস্ত্র চালানো এবং এর মেকানিক্যাল কাজেও তারা দক্ষ। গাড়িবোমা হামলা চালিয়ে সহিংসতার বড় ধরনের পরিকল্পনা তারা করছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এদের প্রত্যেককে ১৩ দিন করে রিমান্ডে নিয়ে মিন্টো রোডের গোয়েন্দা দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.