কেন আদালত অবমাননার অভিযোগ হবে না, তা জানতে চেয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) কারণ দর্শানোর নোটিস দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। ৯ অক্টোবরের মধ্যে সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম ও সচিব তাহেরা ফেরদৌস বেগমকে এ ব্যাপারে জবাব দিতে বলা হয়েছে। ২ অক্টোবর এ আদেশ দেন ট্রাইব্যুনাল। সিডিএ প্রধান প্রকৌশলীর ব্যক্তিগত সহকারী হাবিবুর রহমানের করা মামলার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গতকাল আদেশের কপি পাওয়ার কথা জানিয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করে সিডিএ কর্তৃপক্ষ আমাকে যোগদান থেকে মৌখিকভাবে বিরত রাখে। আমাকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেওয়া হচ্ছে না এবং বেতন-ভাতাও বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। তবে সিডিএ চেয়ারম্যান আবদুচ সালাম এ বিষয়ে কোনো ধরনের কাগজপত্র পাননি বলে জানান।
জানা গেছে, হাবিবুর রহমানকে ২০১১ সালের ১৬ জানুয়ারি সিডিএ থেকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বদলি করা হয়। তিনি এ আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম শ্রম আদালতে আপিল করেন। গত ৩০ জুলাই আদালত তার আপিল খারিজ করে দেন। পরবর্র্তীতে তিনি এ আদেশের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। ট্রাইব্যুনাল ৫ আগস্ট স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।