একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর উপলক্ষে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। গতকাল বিকাল থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় অবস্থান নেয় র্যাব-পুলিশ, বিজিবি। কারাগারের পাশর্্ববর্তী সুউচ্চ ভবনের ছাদে উঠে বাইনোকুলার দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে র্যাব-পুলিশ এবং সাদা পোশাকে অবস্থান নেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে কারাগার এলাকায় প্রবেশকারীদের। এর আগে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গতকাল দুপুরে রাজধানীর আকাশে কয়েকদফা প্রদক্ষিণ করে হেলিকপ্টার। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো সর্বাত্দক প্রস্তুতি নিয়েছে র্যাব। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা নিয়ে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। কর্নেল জিয়াউল আহসান আরও বলেন, 'ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনেক জঙ্গি রয়েছে। এ জন্য কারাগার এলাকার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তবে নাশকতার কোনো তথ্য আমাদের কাছে নেই।' গতকাল রাত সাড়ে ৭টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলসুপার স্বাক্ষরিত চিঠি পাওয়ার পর লালবাগ বিভাগের উপ-কমিশনার হারুন-অর-রশীদ বলেন, কেবল পুলিশের পক্ষ থেকেই তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফাঁসির রায় নিয়ে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। এদিকে গতকাল রাতে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।