আমাদের কথা খুঁজে নিন

   

নিহত ও নিখোঁজদের সংখ্যা এখনো অজানা

রানা প্লাজার দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ শ্রমিকদের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। তবে নিখোঁজ শ্রমিকদের পরিবারগুলো যথাযথ আর্থিক সহায়তা না পাওয়ায় বেহাল জীবনযাপন করছে। এমনকি মাঝপথে থমকে আছে বহিরাগত সাহায্য। শারীরিক ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কৃত্রিম হাত-পা লাগানো হলেও আগের চেয়ে তাদের আর্থিক আয় অনেক কমে গেছে। এমনকি নিখোঁজ ও মৃত শ্রমিকদের সন্তানদের সার্বিক সাহায্যও করা যায়নি। এ অবস্থায় রানা প্লাজার নিহত ও নিখোঁজ শ্রমিকদের প্রকৃত সংখ্যা বের করার তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তা না হলে এ মর্মান্তিক দুর্ঘটনা পরবর্তী কোনো পদক্ষেপ সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে অভিমত দিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে 'রানা প্লাজা দুর্ঘটনা ও পরবর্তী পদক্ষেপসমূহ, প্রতিশ্রুতি ও বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি বিষয়ক' আলোচনা সভায় রানা প্লাজার ওপর এক মনিটরিং প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য তুলে ধরা হয়। সিপিডি'র চেয়ারম্যান রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম সচিব মিকাইল শিপার। সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- গবেষণা সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক সাইদুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বিজিএমইএ'র সভাপতি আতিকুল ইসলাম, অধ্যাপক এমএম আকাশ, শ্রমিক নেত্রী নাজমা আক্তার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহমেদ খান, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.