বিশ্ব বাজারে একটি অপার সম্ভাবনাময় ক্ষেত্র গার্মেন্টস শিল্প। কিন্তু এই শিল্পকে এগিয়ে নিতে মূল চালিকাশক্তি দক্ষ জনবলের বেশ ঘাটতি রয়েছে দেশে। তা পূরণের জন্য দরকার সম্পূর্ণ প্রফেশনাল প্রতিষ্ঠান ও গুণগত শিক্ষা। এ লক্ষ্য সামনে রেখেই কাজ করছে কলেজ অব ফ্যাশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (সিএফটিএম)। প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রোগ্রামের পাশাপাশি রয়েছে এক বছর মেয়াদি ৩০ ক্রেডিটের এঙ্িিকউটিভ এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং। স্নাতক ডিগ্রিধারীরা এটি করতে পারে। এ ছাড়া রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৪ বছর মেয়াদি বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানু. টেকনোলোজি, নিটওয়্যার ম্যানু. টেকনোলোজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি। যে কোনো বিভাগে এইচএসসিতে কমপক্ষে জিপিএ-২.৫ পেয়ে উত্তীর্ণরা এগুলোয় অংশ নিতে পারে। যারা ও-লেভেল বা জিইডি বা শুধু এইচএসসি পাস তারা ৪ বছর মেয়াদি সিএফটিএম গ্র্যাজুয়েট প্রোগ্রাম 'হায়ার ন্যাশনাল ডিপ্লোমা' বা দুই বছর মেয়াদি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এবং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট কোর্সে অংশ নিতে পারবেন। উল্লেখ্য, সিএফটিএম ঢাকার উত্তরাস্থ ৬ নম্বর সেক্টরে অবস্থিত। বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে জানতে ০১৯১২০৭৩২৫০ ডায়াল করতে পারেন। এ ছাড়াও রয়েছে ৬ মাসের সার্টিফিকেট কোর্স ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন ও ওয়ার্ক স্টাডি অ্যান্ড প্রোডাকশন প্ল্যানিং ফর অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। রয়েছে দেড় মাস থেকে ৪ মাসের বিভিন্ন বিষয় যেমন ফেব্রিঙ্, প্যাটার্ন ও কমপ্লায়েন্সে শর্ট কোর্স। প্রতিষ্ঠানটির টিউশন ফি অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে তুলনামূলক কম। জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধিভুক্ত কলেজটি বিএমএন থ্রি ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটি ইউকের ওয়ারউইক ইউনিভার্সিটি এবং জার্মানির জি-আই-জেড এর মনোনীত কনসালটেন্ট হিসেবে ৩২টি গামের্ন্টস ফ্যাক্টরিতে দক্ষ জনবল গড়ার কাজে নিয়োজিত। একই সঙ্গে মনোনয়ন পেয়েছে গার্মেন্টস শিল্পে ওয়ার্ল্ড ব্যাংকের রেজিস্টার্ড কনসালটেন্ট হিসেবে।-শিক্ষা ডেস্ক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।