আমাদের কথা খুঁজে নিন

   

বাসের ধাক্কায় ৮ লেগুনা যাত্রী আহত

রাজধানীর দয়াগঞ্জে বাসের ধাক্কায় কলেজ ছাত্রীসহ আট লেগুনা যাত্রী আহত হয়েছেন। এরা হলেন- সেন্ট্রাল উইমেন্স কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী শারমিন আক্তার মিতু (১৬), একই কলেজের ছাত্রী মারিয়া আক্তার ( ১৬) ও প্রেসকর্মী জুয়েল শাহরিয়ার (২০)সহ আটজন।

আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে দয়াগঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই লেগুনাটি গুলিস্তান আসার পথে দয়াগঞ্জ মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি বাস সজোরে ধাক্কা দেয়।

এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। এতে লেগুনার চালকসহ অন্তত আটজন যাত্রী আহত হন। এর মধ্যে দুজন কলেজ ছাত্রী রয়েছেন।

স্থানীয় লোকজন আহতদের কয়েকজনকে আশপাশের ক্লিনিকে নিয়ে যান। তারা বাসটি আটক করেছেন বলে জানা গেছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।