সম্পদ বিবরণী না দেয়ায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলার যে অনুমোদন দুর্নীতি দমন কমিশন দিয়েছে- তা ‘অবৈধ’ বলেও তারা দাবি করেছেন।
বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ও নির্বাহী সদস্য অ্যাডভোকেট জাকির হোসেন ভূইয়া এবং অ্যাডভোকেট ফারহানা বেগম বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনে গিয়ে চেয়ারম্যানের কাছে সময়ের আবেদন করেন।
পরে অসীম সাংবাদিকদের বলেন, “বিষয়টিতে উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল। পরে সুপ্রিম কোর্ট আদালতের ওই স্থগিতাদেশ স্থগিত করে। তাই নতুন করে সৈয়দা ইকবাল মান্দ বানুকে সম্পদ বিবরণীর নোটিস না দিয়ে ‘নন-সাবমিশন মামলা’ করার অনুমোদন অবৈধ।
”
তিনি জানান, ওই মামলার অনুমোদন বাতিল করে আবার সম্পদ বিবরণী দাখিলের নোটিস দিতে কমিশনের চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছেন তারা। আবার নোটিস দিলে ইকবাল মান্দ বানু সম্পদের হিসাব কমিশনে দাখিল করবেন।
সম্পদ হিসাব জমা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় যথেষ্ট নয় মন্তব্য করে তিনি বলেন, “সম্পদ জমা দেয়ার জন্য এক মাস সময় দেওয়া উচিত। ”
সম্পদ বিবরণী জমা না দেয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে মঙ্গলবার এই মামলা করার অনুমতি দেয় দুদক।
সম্পদ বিবরণী চেয়ে দুদক ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে নোটিস দিলে তিনি হাই কোর্টে যান।
এর পরিপ্রেক্ষিতে আদালত নোটিসের কার্যক্রম স্থগিত করে। পরে দুদকের আপিলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাই কোর্টের ওই আদেশ স্থগিত করে দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।