আমাদের কথা খুঁজে নিন

   

অচলাবস্থা নিরসনে ব্যর্থ জাতিসংঘ

সিরিয়া বিষয়ক জেনেভা-২ শান্তি আলোচনায় অচলাবস্থা নিরসনে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। দেশটিতে ক্ষমতার পালাবদল নিয়ে আলোচনার পরিবর্তে সরকার পক্ষ ওয়াশিংটনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মূলত মঙ্গলবার ওই সম্মেলন ব্যাহত হয়। সিরিয়ার অবরুদ্ধ হোমস নগরীতে ত্রাণ সরবরাহ করা নিয়েও আলোচনা এগোয়নি।

মঙ্গলবার সকালে চতুর্থ দিনের মতো শান্তি সম্মেলন শুরু হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল হয়। এরপর জাতিসংঘের মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমি বিকালের নির্ধারিত বৈঠক বাতিল করে তা পরের দিন সকালে আহ্বান করেন। তবে বৈঠক সন্তোষজনক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ব্রাহিমি সাংবাদিকদের বলেন, আমরা এখনো গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারিনি। তবে এখনো আলোচনা চলছে এবং ভালো কিছু হবে বলে আশা করছি। বিবিসি, এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.