আফগানিস্তানে একটি কয়লা খনি ধসে অন্তত ২৭ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। শনিবার সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে গতকাল জানিয়েছেন প্রাদেশকি গভর্নরের মুখপাত্র সেদিক আজিজি। উদ্ধারকারী দল ২৭ জন খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে এবং সেখানে আরও ২২ জন আহত হয়েছেন, বলেন আজিজি। আটকেপড়া সব শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান আকরাম বেহজাদ। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান দেশের অর্থনৈতিক দুরবস্থা দূর করতে খনিজ সম্পদের ওপর নির্ভর করতে চাচ্ছে। দেশটিতে এক ট্রিলিয়ন ডলার সমমূল্যের খনিজ সম্পদ আছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু স্থিতিশীলতার অভাব ও যুদ্ধের কারণে এখানে বিনিয়োগ করা থেকে বিরত রয়েছেন বিনিয়োগকারীরা। ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।