আমাদের কথা খুঁজে নিন

   

ইউক্রেনে সহিংসতা নিরসনে আগাম নির্বাচন

ইউক্রেনে সহিংসতা নিরসনে আগাম নির্বাচনে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। আর এর মাধ্যমে সরকারবিরোধীদের একটি বড় দাবি মেনে নিলেন প্রেসিডেন্ট। বিরোধী দলের নেতাদের সঙ্গে কয়েক ঘণ্টা আলাপের পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সরকার। এর আগে বৃহস্পতিবারের সংঘর্ষে ৭৭ জন নিহতের পর বিক্ষোভকারী এবং পুলিশ এরপরও রাজধানী কিয়েভে অবস্থান করছে।

এদিকে দেশটিতে চলমান রাজনৈতিক সংঘাত বন্ধ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল কিয়েভ সফরে গিয়ে প্রেসিডেন্টের ওই নমনীয় অবস্থানের ঘোষণা দিয়েছে। ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে ওই প্রতিনিধি দল গঠিত হয়েছে।

পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ চলতি বছরেই আগাম নির্বাচন দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলে ২০১৪ সালেই ইউক্রেনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। টাস্ক আরও জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট আগামী ১০ দিনের মধ্যে একটি ঐকমত্যের সরকার গঠন এবং গ্রীষ্মের আগেই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনারও প্রতিশ্রুতি দিয়েছেন। রাজধানী কিয়েভ এখনো অশান্ত। ইয়ানুকোভিচ বিরোধীদের সঙ্গে চুক্তিতে পেঁৗছার কথা জানানোর কয়েক ঘণ্টা পরও কিয়েভে আরও সহিংসতার খবর পাওয়া গেছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ার কথা জানিয়েছে। ২০১৩ সালের নভেম্বরে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ইইউর সঙ্গে প্রস্তাবিত একটি বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাতিল করে এর পরিবর্তে রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হলে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। প্রসঙ্গত, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে নতুন করে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষে অন্তত ৭৭ জন নিহত হয়েছে। এ সংঘর্ষের সূত্র ধরে ইউরোপীয় ইউনিয়ন দেশটির শীর্ষস্থানীয় নেতা ও সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল। বিবিসি, এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.