আমাদের কথা খুঁজে নিন

   

ছুটির দিনেও চিকিৎসা সেবার অনন্য নজির

চিকিৎসক সেবা প্রদান করবেন, এটাই স্বাভাবিক। এই মহান ব্রত নিয়েই তারা এই পেশায় এসেছেন। তবে গত শুক্রবার ছুটির দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা ২ হাজার ৯৭৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই আয়োজন। আর এতে এই মহান নেতার প্রতি যথাযথভাবেই শ্রদ্ধা জানানো হয়েছে বলে মনে করছেন রোগী ও তাদের স্বজনরা।

চিকিৎসকরা সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত রোগীদের চিকিৎসা দেন। এতে ৩২ জন অধ্যাপক, ১৭ জন সহযোগী অধ্যাপক, ১৫ জন সহকারী অধ্যাপক, ৫৯ জন মেডিকেল অফিসারসহ নার্স, মেডিকেল সহকারী ও অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেছেন এমন বরেণ্য চিকিৎকেরাও বিনামূল্যে রোগী দেখেছেন। জাতীয় অধ্যাপক সাহলা খাতুন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক আবু সফি আহমেদ আমিনও রোগীদের চিকিৎসাসেবা দেন। উল্লেখ্য, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় ওইদিন বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে সেবা পাননি রোগীরা।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.