স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দশম জাতীয় সংসদ হবে গণতন্ত্র চর্চার কেন্দ্রবিন্দু। গতকাল জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা এবং শহীদদের উদ্দেশে এক মিনিট নীরবতা পালন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রের অভিযাত্রা ও সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচনের মধ্য দিয়ে দশম জাতীয় সংসদ গঠিত হয়েছে। এ ছাড়া দশম জাতীয় সংসদ বাংলাদেশের গণতন্ত্রে একটি নতুন অধ্যায় যুক্ত করেছে। যার লক্ষ্য হবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিতকরণ, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ও সুশাসন নিশ্চিতকরণ। তাই এ বিষয়গুলো নিয়ে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিপিবদ্ধ করেন। এর কিছু সময় পর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার ফজলে রাব্বী। তিনিও পরিদর্শন বইয়ে অনুভূতি লিপিবদ্ধ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।