গাজীপুরের টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রের অব্যবস্থাপনার অভিযোগের বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ জন্য সমাজকল্যাণ অধিদফতরের মহাপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সমন্বয়ে কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের অব্যবস্থাপনাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না_ তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন আদালত। দুই সপ্তাহের মধ্যে সমাজকল্যাণ সচিব, পুলিশের মহাপরিদর্শক, সমাজকল্যাণ অধিদফতরের মহাপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার, কিশোর উন্নয়ন কেন্দ্রের সুপারসহ সাত জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। '২০ কিশোরের ভয়ঙ্কর প্রতিবাদ' শিরোনামে গতকাল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান। এর পরিপ্রেক্ষিতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়। ওই প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে কিশোর উন্নয়ন কেন্দ্রের ২০ কিশোর নিজেদের দেহ ধারালো 'ব্লেডজাতীয় অস্ত্র' দিয়ে ক্ষতবিক্ষত করে। হাসপাতালে তারা চিকিৎসক ও সেবিকাদের বলেছে, ঠিকমতো খাবার না দেওয়ায় এবং নির্যাতন করার প্রতিবাদ হিসেবে তারা এ কাজ করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।