হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না
জর্জ সাহেব ড. জোনাথন ক্রেইন পেরেক ঠোকার হাতুড়ি দিয়ে টেবিলের উপর শব্দ করে বলল, - অর্ডার অর্ডার!!
তারপর কাঠগড়ার দিকে তাকিয়ে জানতে চায়, - আসামী পক্ষের কিছু বলার আছে?
কাঠগড়ায় দাঁড়ানো বাবর, - আমি আর কি বলব? দেয়ার ইজ নাথিং নিউ টু বলার। আমি আমার সকল অপরাধ অ্যাডমিট করেছি। এখন ল' যা বলে সেই পানিশমেন্ট-ই দেন।
ক্রেইন তার টেবিলে রাখা ডকুমেন্টস্ পড়ার ভান করে বলে, - কিছুক্ষণের ভিতর আপনাদের রায় শুনানো হবে।
বাবর হতাশ কন্ঠে বলে, - আর হাউ মেনি টাইম্স্ রায় শুনব? প্লিজ মেক ইট দ্রুত।
- আমরা দ্রুতই করছি। এমনি এমনি কি আর দ্রুত বিচার ট্রাইভুনাল হয়েছে? কিন্তু প্রশ্ন হল কি রায় হবে? ডেথ অর এক্সাইল? নির্বাসন নাকি মৃত্যুদন্ড?
বাবর এবার আতংকিত হয়ে বলে, - মৃত্যুদন্ড মানে? এত দেখি স্মল পাপে বিগ দন্ড!! ওয়েন কম্পানীর ফক্স ডিপার্টমেন্ট থেকে না হয় কিছু প্রোটোটাইপ-ই সরানো হয়েছে, এর জন্য হোয়াই ডেথ সেন্টেন্স??
- কিছু বলছেন? পুরো দশ ট্রাক!! কতগুলো মানুষ মারা যেত তার হিসাব আপনার?
- হোয়াট আর ইউ সে-ইং? আমি শুধু কিছু টাকাই খেয়েছি, সবাই কে যে শাস্তি দেয়া হবে আমাকেও তা-ই কেন? হোয়াই মি??
ড. ক্রেইন হঠাৎ ধমকে উঠে, - আই ডোন্ট হোল্ড দ্য ইকুয়ালিটি ইন অল থিংক্স, জাস্ট ইকুয়ালিটি বিফোর দ্য ল' এন্ড নাথিং মোর।
এক ধমকে বাবর মুশড়ে পরে। এ সময় জর্জ সাহেব ড.ক্রেইন আদালত কক্ষের পিছনে বসে থাকা বেন এবং রাস-আল-গুলের দিকে তাকায়। নিরবে ঈশারায় কথা হয়।
তারপর কোর্ট তাদের স্বিদ্ধান্ত জানিয়ে দেয়। রায়ে আসামীদের শাস্তি ঃ ডেথ উইথ এক্সাইল!!
****
গভীর রাত। বাবর সহ মোট চোদ্দ জন আসামী হেটে যাচ্ছে বুড়িগঙ্গার দিকে। নোংরা গন্ধযুক্ত বুড়িগঙ্গা পার হতে হবে হেটে হেটে। সাধারণভাবেই পানিতে ডুবে তাদের মৃত্যু হবে।
এটাই "ডেথ উইথ এক্সাইলে"র নিয়ম।
বাবর কালি-গোলা অন্ধকারের দিকে তাকিয়ে ভাবে এখন যদি এই অন্ধকারের ভিতর থেকে হঠাৎ ব্যাটম্যানের আবির্ভাব হত!! এ যাত্রায় হয়তো বাঁচা যেত। একটা দীর্ঘশ্বাস নেমে আসে তার বুক থেকে। ব্যাটম্যান আর আসবে না সে জানে।
কারণ অফিসার গর্ডন তাকে জানিয়েছে, - "ব্যাটম্যান এখন আর আমাদের হিরো নেই, সে এখন রাইতকানা!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।