আমাদের কথা খুঁজে নিন

   

জীবন ঢুলী প্রশংসিত

তানভীর মোকাম্মেলের মুক্তিযুদ্ধভিত্তিক 'জীবন ঢুলী' ছবিটি কলকাতায় প্রথম প্রদর্শনীতেই প্রশংসিত হয়েছে। শিলিগুড়ি ও জয়পুর চলচ্চিত্র উৎসবে দেখানোর আগেই গত ২৭ জানুয়ারি ছবিটি পরিচালকের উপস্থিতিতে কলকাতার গোর্কি সদনে প্রদর্শিত হয়। উপস্থিত দর্শক ছবির শেষে চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলকে বিশেষভাবে অভিনন্দন জানান। অভিনন্দন জানান ছবি দেখতে আসা কলকাতার বিশিষ্টজনেরাও। ছবিতে জীবন ঢুলীর চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। ছবিটি প্রযোজনা করেছে কিনো-আই ফিল্মস। সরকারি অনুদানে তৈরি হয়েছে ছবিটি। ভারতে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে ১ ফেব্রুয়ারি থেকে আয়োজিত চলচ্চিত্র উৎসবে 'জীবন ঢুলী' দেখানো হবে। এরপর ভারতের জয়পুরে আয়োজিত উৎসবে ৪ ফেব্রুয়ারি ছবিটি দেখানো হবে। এ দুটি প্রদর্শনীতেও পরিচালক তানভীর মোকাম্মেল উপস্থিত থাকবেন।

'জীবন ঢুলী নিয়ে দর্শকের মধ্যেও কৌতূহল রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.