চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির নেতা মামুন হোসাইন হত্যার প্রতিবাদে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ বৃহত্তর চট্টগ্রামে ছাত্রশিবিরের ডাকা গতকালের সকাল-সন্ধ্যা হরতাল জনজীবনে কোনো প্রভাব ফেলেনি। কোথাও বড় কোনো অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি। প্রতিনিধিদের পাঠানো খবর-
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালদিঘী পাড়ের সোনালী ব্যাংকের সামনে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে শিবির। মিছিল থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে পুলিশ। এর আগে মঙ্গলবার গভীর রাতে সীতাকুণ্ড, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলা এলাকা থেকে ৭ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ফেনী : হরতালের সমর্থনে ভোরে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের পানি উন্নয়ন বোর্ড এলাকায় ও দুপুরে বড় জামে মসজিদ এলাকায় শিবির কর্মীরা কয়েক মিনিট স্থায়ী ঝটিকা মিছিল করে। পরে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। একই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুরে দুটি কাভার্ডভ্যান ও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও দুপুরে বড় মসজিদের সামনে ৫টি সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও রিকশা ভাঙচুর করে পিকেটাররা। পুলিশ শহরের বিভিন্ন স্থানে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শিবির সন্দেহে ১৬ জনকে আটক করেছে।
নোয়াখালী : নোয়াখালীতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও টায়ারে আগুন দিয়ে প্রধান সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শিবির কর্মীরা। পুলিশ এ সময় শিবিরের এক কর্মীকে আটক করে। এদিকে গত রাতে অভিযান চালিয়ে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।