কুমিল্লা থেকে ঢাকামুখী যাত্রীরা পরিবহন প্রাপ্তি এবং অতিরিক্ত ভাড়া নিয়ে হয়রানির শিকার হচ্ছেন। যাত্রীরা জানান, অতিরিক্ত যাত্রীর চাপের সুযোগে কুমিল্লা থেকে যেসব বাস ঢাকায় ২০০ টাকা ভাড়া নিত এখন তারা ৩০০ থেকে ৪০০ টাকা ভাড়া নিচ্ছে।
কুমিল্লার চৌদ্দগ্রাম, লাকসাম, পদুয়ারবাজার, শাসনগাছা, ক্যান্টনমেন্ট, চান্দিনা এবং গৌরিপুরে খবর নিয়ে জানা গেছে, প্রত্যেক বাসস্ট্যান্ডে অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও যাত্রীরা বাস পাচ্ছে না। বাস না পেয়ে কেউ কেউ পিকআপ ও ট্রাকে চড়ে ঢাকায় ফিরছেন। এদিকে অতিরিক্ত ভাড়া এবং বৃষ্টি তাদের দুর্ভোগকে বাড়িয়ে দিয়েছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা ময়নামতি থানার ওসি মশিউর রহমান জানান, ঈদ পরবর্তী যাত্রীরা হরতালের কারণে আটকা পড়ে। সঙ্গত কারণে মহাসড়কে পরিবহন ও যাত্রীর চাপ রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।