সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেছেন, কে হিন্দু আর কে মুসলমান তা বিবেচ্য হওয়া উচিত নয়। আমাদের সবার প্রত্যাশা ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করবে। সাধারণ মানুষকে কোনোভাবেই নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া যাবে না। নির্বাচনকালীন সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন, বিচারবহিভর্ূত হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী দলের ওপর হামলার ঘটনাবলী তদন্তে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গতকাল গাইবান্ধার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ উপজেলা এবং গাইবান্ধা সদরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও নিহত এবং আহত পরিবারের সঙ্গে কমিটি মতবিনিময় করে। আরও বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অধ্যাপক আবদুল মান্নান, অ্যাডভোকেট খোরশেদ মিয়া, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী, খন্দকার আহাদ আহমেদসহ স্থানীয় নেতারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।