বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, বিএনপি নেতা-কর্মীদের ঠাণ্ডা মাথায় হত্যার মাধ্যমে দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু করেছে আওয়ামী লীগ। এভাবে হত্যা করে টিকে থাকা যাবে না। গতকাল বগুড়া শহরের নবাববাড়ী রোডে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে আরও বক্তব্য দেন হেলালুজ্জামান তালুকদার লালু, শামছুল হক, আমীর হোসেন মণ্ডল, মোখলেছুর রহমান, জয়নাল আবেদীন চাঁন, মুক্তিযোদ্ধা মো. শোকরানা প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।