আমাদের কথা খুঁজে নিন

   

আট জেলায় ১০ জন নিহত

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্র্থীসহ ২, নোয়াখালীর সেনবাগে ২, নড়াইলের লোহাগড়ায় ১, মুন্সীগঞ্জে বৃদ্ধ, গাইবান্ধায় যুবক, নওগাঁয় ভটভটি চালক, মৌলভীবাজারে ১ এবং টঙ্গীতে বৃদ্ধা নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারে কাভার্ডভ্যান চাপায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার এক পরীক্ষার্র্থীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন সম্পর্কে দুলাভাই-শ্যালিকা। নিহতরা হলেন, দাউদকান্দি সদরের নাজমুল হাসান ও তার শ্যালিকা তাহমিনা আক্তার। পুলিশ নিহতদের লাশ ও কাভার্ডভ্যানটি উদ্ধার করেছে। নিহত তাহমিনা আক্তার বৃহস্পতিবারের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে কুমিল্লায় আসছিল বলে পুলিশ সূত্র জানিয়েছে। নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট নামক স্থানে গতকাল বেলা ১২টার দিকে যাত্রীবাহী সুগন্ধা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক শিশুসহ দুই পথচারী নিহত হয়েছেন। তাদের একজনের নাম বাবু অপরজনের নাম জানা যায়নি। নড়াইল : নড়াইল-লোহাগড়া সড়কের কালনা এলাকায় মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শ্বশুর ওলিয়ার শেখ (৬০) নিহত হয়েছেন। মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রাইভেটকারের চাপায় আকবর আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আকবর আলীর বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের ফাইভস্টার মোড়ে গতকাল চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে বাসযাত্রী আল আমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে জনতা দেড়ঘণ্টা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। নওগাঁ : নওগাঁর নওহাটা মোড়-মহাদেবপুর সড়কের তালতলী ব্রিজ নামক স্থানে গতকাল সকালে ভটভটি ও ট্রাকের সংঘর্ষে ভটভটি চালক সজীব নিহত হয়েছে। মৌলভীবাজার : শুক্রবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহারেন্দু কর (৫৫) নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত নিহারেন্দু শ্রীমঙ্গল উপজেলা নাট্য পরিষদের সভাপতি। টঙ্গী : গতকাল সকালে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত অজ্ঞাত এক বৃদ্ধা টঙ্গী হাসপাতালে ভর্তি করার এক ঘণ্টা পর মারা যান। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে টঙ্গী থানা পুলিশ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.