চ্যানেল আইতে আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক 'আগুন খেলা'। শফিকুর রহমান শান্তুনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমরান হালদার। অভিনয়ে জাহিদ হাসান, মীর সাবি্বর, আবিদ রেহান, তারিক স্বপন, মিতানূর, বন্যা মির্জা, আলীরাজ, তোফা আহসান, শেলী আহসান, লিনা ফেরদৌসী, নয়ন, রিমু, ওয়াসিম হাওলাদার, নওশীন, মিমো, অহনা প্রমুখ। প্রচার হবে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে। গল্পে দেখা যাবে, ফাতু গ্রামের যুবক। সবাই তাকে ডাকে কুফা ফাতু। তাকে দেখে যার দিন শুরু হয় তার সারা দিনটাই খারাপ যায়। একটা না একটা অঘটন ঘটেই। তাই গ্রামের লোকজন তাকে পিটিয়ে গ্রাম থেকে বের করে দেয়। তিনকুলে কেউ নেই তার।
তাই মনের দুঃখে সে অজানার পথে পাড়ি জমায়। এখান থেকে নাটকের শুরু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।