আমাদের কথা খুঁজে নিন

   

আজ সেই বিজয়ের দিন

অনেক উজ্জ্বল দিন রয়েছে বাংলাদেশ ক্রিকেটের। বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলে ১৯৮৬ সালের ৩১ মার্চ। প্রথম ওয়ানডে জয় ১৯৯৮ সালের ১৭ মে। প্রথম টেস্ট অভিষেক ২০০০ সালের ১০ নভেম্বর। প্রথম জয় ২০০৫ সালের ১০ জানুয়ারি। আজ সেই দিন। নয় বছর আগে এই দিনে বাংলাদেশ প্রথম টেস্ট জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। এই দিনটির কথা সোনালি অক্ষরে লেখা থাকবে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে। ২০০৫ সালের এই দিনে টাইগাররা ২২৬ রানে হারিয়েছিল জিম্বাবুয়েকে।

দুই টেস্ট সিরিজের প্রথমটি বসেছিল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে। ম্যাচে প্রথম ব্যাট করেছিল টাইগাররা। হাবিবুল বাশারের নেতৃত্বে প্রথম ইনিংসে ৪৮৮ রান করেছিল বাংলাদেশ। কোনো সেঞ্ঝুরি ছিল না ইনিংসে। ছিল চারটি হাফসেঞ্চুরি। এরই মধ্যে বাশার আউট হয়েছিলেন ৯৪ রানে। ওই ম্যাচে খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এখনো খেলছেন। খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল। বিপিএলে ম্যাচ ফিঙ্ংিয়ের জন্য যিনি এখন সাময়িকভাবে নিষিদ্ধ। মোহম্মদ রফিকের বাঁ হাতের ঘূর্ণিতে জিম্বাবুয়ের প্রথম ইনিংস থেমেছিল ৩১২ রানে। ৬৫ রানের খরচে রফিক নিয়েছিলেন ৫ উইকেট। মাশরাফি নিয়েছিলেন ৩ উইকেট। ১৭৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২০৪ রান তুলে ইনিংস ঘোষণা করে বাশারবাহিনী। দ্বিতীয় ইনিংসেও হাফসেঞ্চুরি করেন বাশার। ৩৮১ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে এনামুল জুনিয়রের স্পিন জাদুতে মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। হেরে যায় ২২৬ রানের বিরাট ব্যবধানে। এনামুল ৬ উইকেট নেন ৪৫ রানে। ম্যাচ সেরাও হন এনামুল।

গত ১৪ বছরে বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট খেলেছে ৮১টি। জিতেছে মাত্র ৪টি। যার দুটি জিম্বাবুয়ের বিপক্ষে এবং বাকি দুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। হেরেছে ৬৭টি এবং ড্র করেছে ১০টি। আগামী ২৭-৩১ জানুয়ারি টাইগাররা বছরের প্রথম টেস্ট খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : প্রথম ইনিংস, ৪৮৮/১০ ( নাফিস ইকবাল ৫৬, হাবিবুল বাশার ৯৪, রাজিন সালেহ ৮৯, মোহাম্মদ রফিক ৬৯) ও দ্বিতীয় ইনিংস, ২০৪/৯, ডি. (হাবিবুল বাশার ৫৫)।

জিম্বাবুয়ে: প্রথম ইনিংস, ৩১২/১০ (টাইবু ৯২। মোহম্মদ রফিক ৫/৬৫, মাশরাফি বিন মর্তুজা ৩/৫৯) ও দ্বিতীয় ইনিংস, ১৫৪/১০ (মাসাকাদজা ৫৬। এনামুল হক জুনিয়র ৬/৪৩)।

ফল : বাংলাদেশ ২২৬ রানে জয়ী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.