আমাদের কথা খুঁজে নিন

   

বড় পর্দায় মারুফ-প্রসূন জুটি ****

বড় পর্দায় জুটি বাঁধলেন কাজী মারুফ ও প্রসূন আজাদ। তারা অভিনয় করবেন কাজী হায়াৎ পরিচালিত 'সর্বনাশা ইয়াবা' চলচ্চিত্রে। তরুণ প্রজন্মের ওপর ইয়াবার কুফল এবং এই মাদকের কারণে কীভাবে একটি পরিবার ধ্বংস হয়ে যায় তা-ই তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রের গল্পে। পাণ্ডুলিপি তৈরি করেছেন নির্মাতা নিজেই। কাজী মারুফ বড় পর্দার নায়ক হলেও প্রসূন কাজ করেন ছোট পর্দায়। সম্প্রতি এই নায়িকা বাপ্পারাজের 'বেঈমান' চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হয়েছেন। সোমবার এফডিসিতে সর্বনাশা ইয়াবার মহরত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী শাজাহান খান, মির্জা আবদুল খালেক, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান প্রমুখ।

কাজী হায়াৎ বলেন, বক্তব্যপ্রধান গল্পের এই চলচ্চিত্রটি বিনোদনমূলকভাবে উপস্থাপন করা হবে। আমার আগের চলচ্চিত্রগুলোর মতো এটিও সমাজ কল্যাণে ভূমিকা রাখবে। সব মিলিয়ে দর্শক গ্রহণযোগ্য চলচ্চিত্র হবে 'সর্বনাশা ইয়াবা'। এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.