আমাদের কথা খুঁজে নিন

   

রম্য রচনা-সেকেন্ড হ্যান্ড ছক্কু ভাই এর ফার্স্ট হ্যান্ড জাওয়ানী...

আমার মাঝে আমি,নিজেকে বার বার খুজি । জয় হোক স্বপ্নের,সত্যি হোক জীবনের আশা । মানুষের মাঝে মানুষ,উড়ায় হৃদয়ের ফানুশ । ফকিন্নির বাচ্চা ফকিন্নি,ভুইলা গেছিরে,কি করবি কর,তোর কানের নিচে থাবড় পড়লে সব ঠিক হইয়া যাইবো...মনে মনে কথা গুলা বললেও ফোনের মধ্যে ছক্কু ভাই বললো... -হ্যালো জানু কি জানি বলছিলে? -তুমি আর আমায় আগের মতো ভালবাসো না,তুমি এমন করতে পারলে? তোর পাছায় লাথি,জীবনটা পুরাই খায়লি,মর,মনে মনে কথা গুলা বলে ছক্কু ভাই ফোনে বললো... -না,জান,আমি তোমারে কতো ভালবাসি... -তাহলে বলো আমাদের এক সপ্তাহ্ আগে কোথায় দেখা হয়েছিলো? এক সপ্তাহ্ মানে ৭ দিনে ১২ টা মাইয়ার লগে পরিচয় হইছে,ওই ফকিন্নি তোর কথা মনে নাই...মনে মনে কথা গুলা বলে ছক্কু ভাই বল্লেন... -আমার তো মনে আছে তুমি বলতো? -কেন ঐ যে পিজ্জা হাট এ,তুমি লাল পাঞ্জাবী পরেছিলা...চলনা কাল আবার যায়।১ সপ্তাহ্ উদযাপন করতে। -ঐ মাইয়া ঐ,কুন পুলার কথা কস,আমি সেকেন্ড হ্যান্ড ছক্কু,সেকেন্ড হ্যান্ড পাঞ্জাবী কই পামু ,আর পিজ্জা হাটই বা কি জিনিস,খায় না পাছাই দেয়, এতো কঠিন কঠিন কথা ভেবে ছক্কু ভাই বল্লেন... -জান তোমাকে না আমি আরও মাস ৬ আগে দেখেছি,প্রথম দেখাই প্রেম,ঐ যে তুমি(মাইয়াডা জানি কুন কলেজে পরে)কলেজ থেকে আইতে ছিলা বিআরটিসি এর বাসে ঝুলে ঝুলে...তখন দেখছি... চল কাল বিআরটিসি তে ভ্রমন করি... -না তাহলে থাক,কাল আমার জন্মদিন জানো তো? আব্বে সালে তোর জন্মদিন তো আমার কি...গিফট নেওয়ার ধান্দা...হারামির মাইয়া যাই হোক ছক্কু ভাই এর এবারের কথাটা রহস্যময়... -তাই,আমার জানটুসের জন্মদিন,বলো কি লাগবে? -না না কিছু লাগবে না জানু... বেশ তাড়াতাড়ি ছক্কু ভাই বল্লেন... -ঠিক আছে জান,অবশ্য আমিও জব করিনা,আমরা যখন বিয়ে করবো তার দশমাস পর তোমাকে একটা বেবি গিফট দিবো (বেবি গিফট দিতে আপত্তি নাই এখন চাইলে এখনই দিমু , তবে বেবি লালন পালন কিন্তু তুই করবি,এক টাকাও দিমু না )... মনে মনে যখন ছক্কু ভাই বলছেন তখন ডাক শোনা গেল ...ছক্কু ভাই,ছক্কু ভাই নাকি? -এই আব্বু আসছে পরে কথা হবে,বাই... -ফোনটা রেখে আরে তোরাব নাকি? -জি ভাই, আমি তোরাব,আপনি কেমন আছেন? -ভালই আছি,ঐ মন্তু, মন্তু তোরাবরে চা দে এক কাপ... -তা কেমন আছেন ভাই ? -আরে তোরাব কইও না , বিড়িতে আগুন দিয়ে ছক্কু ভাই বলতে লাগলো... সেদিন গুলিস্থান খেছি,গেঞ্জি আর প্যান্ট মাত্র ১০০ টাকা,এমন মাল কই পামু ... তাই কিনে ফেলছি ... আজকাল কার বাস ড্রাইভার রাও ত্যাড়া , তারপর বাসে উঠে বলছি আযমপুর (উত্তরা)যামু আর আমারে আজিমপুর (নিউমার্কেট) নামাই দিছে ।তো বুঝইতো মেজাজ গেলো খারাপ হইয়া , কনটাকটারের কানের নিচে দিলাম লাগাইয়া, -তারপর ভাই -ড্রাইভার আর হেলপার মিলে আমারে দৌরানি দিছে, জানের ভয়ে পালাতে গিয়া আমার ৭ বছরের পুরাতন জাইঙ্গা তো ছিরা গেলো,স্যান্ডেল ও হারাইলো,তো কি করুম,বাস ভাড়ার ১৫ টাকা দিয়া একটা জাইঙ্গা কিনলাম আর মসজিদের স্যান্ডেল ... ভালা না মালডা ... কিন্তু জাইঙ্গা টা পইরা চুলকাইতেছে একটু । -আরে ভাই আপনার পছন্দের মাল কি খারাপ হইতে পারে , চুলকানিটা ব্যাপার না । তা কার সাথে কথা বলতেছিলেন ? -আর কইয়ো না , নাম টা জিগাইতে ভুইলা গেছি,দাড়াও আরেকটা ফোন আইছে... -হ্যালো জান তোমার নামের অর্থ কি জানি ? -জেসমিন মানে ফুল ... ছক্কু ভাই আমার কানের কাছে মুখ এনে বললো যে মাইয়াটার নাম জেসমিন।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.