ছাতক পৌর শহরের অস্ত্রের মুখে মৌলা বক্স-করিম বক্স টোব্যাকো কোম্পানির ম্যানেজার মোশারফ হোসেন ও সহকারী ম্যানেজার পিন্টু দাসের ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীদের দায়ের কোপে আহত হন পিন্টু। জানা যায়, মোশারফ ও পিন্টু দাস কোম্পানির ২২ লাখ টাকা একটি কালো রঙের ব্যাগে নিয়ে হেঁটে শহরে ডাচ্-বাংলা ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেন। তারা কাস্টম রোড অতিক্রম করে ব্যাংকের সামনে পেঁৗছলে তিন যুবক হামলা করে পিন্টুর হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীদের দায়ের কোপে পিন্টু আহত হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।