আমাদের কথা খুঁজে নিন

   

উপজেলা নির্বাচনে একক প্রার্থী প্রশ্নে বিô

উপজেলা নির্বাচনকে ঘিরে ফের দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির শীর্ষ নেতারা। দ্বন্দ্ব নিরসন করে নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী দিতে দল থেকে একটি কমিটিও গঠন করা হয়। কিন্তু বিভক্ত নেতাদের একটি অংশ নিজের পছন্দের প্রার্থীর নাম ঘোষণা দিয়ে গণসংযোগে নেমে গেছেন। বিভক্ত নেতাদের অপর অংশটিও পিছিয়ে নেই। তারা পছন্দের প্রার্থীর পক্ষে দল থেকে একক প্রার্থী হিসেবে সমর্থন নেওয়ার জোর চেষ্টা করছেন। কেন্দ্র থেকে সমর্থন দেওয়ার আগে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে পছন্দের প্রার্থীর নাম ঘোষণা নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসভাপতি এস এম ফজলুল হক বলেন, 'উপজেলা নির্বাচনের জন্য ঘোষিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের বিএনপির তৃণমূলের নেতারাই অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন। তৃণমূলের পছন্দকে গুরুত্ব দিয়ে জেলার নেতারা প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা দিয়েছেন।'

জানা যায়, উপজেলা নির্বাচনকে ঘিরে হাটহাজারীতে তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছে বিএনপি। সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নূর মোহাম্মদের সমর্থন নিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চাকসু ভিপি নাজিম উদ্দিন ও জেলা তৃণমূল দলের আহ্বায়ক আইয়ুব খান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি নেতা শোয়েব মোরশেদ ফারুকী। এ দুই গ্রুপের শীর্ষ নেতারা পছন্দের প্রার্থীকে দলের একক প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার তদবির করছে। তবে জেলা বিএনপির সভাপতি গিয়াস কাদের চৌধুরী ও সহসভাপতি এস এম ফজলুল হক হাটহাজারীতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোটের প্রার্থী হিসেবে মাহবুব আলম চৌধুরী ও মাওলানা নাছির উদ্দিন মুনিরসহ দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছেন। তারা গণসংযোগকালে নিজেদের বিএনপির একক প্রার্থী হিসেবে দাবি করছেন। অপরদিকে নির্বাচনকে ঘিরে জেলার মীরসরাই উপজেলায় প্রকাশ্যে মাঠে নেমেছে বিএনপির চারটি গ্রুপ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর সমর্থন নিয়ে চেয়ারম্যান মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নূরুল আমিন। এ ছাড়া চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়েছেন মীরসরাই উপজেলার সাবেক সভাপতি এম আলাউদ্দিন ও উপজেলা বিএনপি নেতা আওয়াল চৌধুরী। মীরসরাই উপজেলার বিএনপি সমর্থিত একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র জালাল উদ্দিনের নাম ঘোষণা করেছেন জেলা সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও জেলার সহসভাপতি প্রফেসর এম ডি এম কামাল উদ্দিন। জানা যায়, চট্টগ্রামে উপজেলা নির্বাচনে একক প্রার্থী নির্বাচনের জন্য তিন নেতাকে দায়িত্ব দিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.