আমাদের কথা খুঁজে নিন

   

সমাজের বামহাতি মানুষগুলো

Hope

বামহাত ব্যবহার করে লেখে কিংবা আনুষঙ্গিক কাজকর্ম করে ও ছুড়ে মারে এমন মানুষগুলো সমাজে সংখ্যায় খুব কম। প্রতি দশজনে বা একশজনে বা একহাজার জনে একজনকেও খুজে পাওয়া না গেলেও ক্রিকেট দল কিভাবে যেন ৩০-৫০% এদের দখলে থাকে। সমাজে চারপাশে তাকালেও দেখি সবাই ডানহাতি। এসংখ্যা ৯৯.৫% এর চেয়েও বেশী। ক্রিকেট খেলতে হলে বামহাতি হতে হবে তাইলে বিশেষ দক্ষতা পাবে এমন কোন প্রমাণ কেউ কখনও হাজির করতে পারেনি কখনও।

কেউ কেউ অজানা কারণেও বামহাতে ব্যাট করে যদিও তারা বলিং ও বল ছুড়ে মারতে ডানহাত দিয়ে মারে। যেমন তামিম ইকবাল,থিশারা পেরেরা। তবে পিওর বামহাতিগুলো যা খেলে তা এককথায় অসাধারন। পিওর বামহাতি মানে বামহাতে ব্যাট,বল,বল কুড়ানো ও ছুড়ে মারা সবকিছুই বামহাত দিয়ে। যেমন সাকিব,রাজ্জাক,জয়সুরিয়া।

তবে ক্রিকেট দলে এরা সমাজের একেবারে আড়াল থেকে উঠে এলেও খেলার বাইরের জীবনে এদের দেখা মেলা একেবারেই কঠিন। শেষবার কিছুদিন আগে বামহাতে লেখে একজনকে দেখলাম। পুরুষ নারী উভয় প্রজাতিই বামহাতি হয়। আমরা সবাই কখনও না কখনও দেখি তাদের হয়ত বছরে একবার বা কয়েকবছরে একবার। কিন্তু সব ক্রিকেট দলে তারা দারুণ ফর্মে থাকে বিশেষ করে পিওর বামহাতিরা।

আজকে সাঙ্গাকারা যা করল জানা নেই সে পিওর বামহাতি কিনা তবে যে সর্বনাশটা করল জানতে ইচ্ছা করে তার বামহাতে জোর বেশী না ডানহাতে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.