সারা বিশ্বের সঙ্গে বাণিজ্য বাড়াতে সরকার শুল্ককর হার কমানোর কথা ভাবছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, দেশ স্বাধীনের পর সব সরকারের মেয়াদে কাস্টমস আদায় খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়লেও গত ৫ বছরে এর পরিমাণ রেকর্ড পর্যায়ে পেঁৗছেছে। যা বিগত বিএনপি সরকারের মেয়াদের চেয়ে প্রায় দ্বিগুণ। এ অবস্থায় বাণিজ্য প্রসারে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শুল্ক আইন সংশোধনে জনমত যাচাইয়ের প্রতিশ্রুতিও দেন তিনি।
গতকাল সকালে রাজধানীর ইস্কাটনের ঢাকা অফিসার্স ক্লাব মিলনায়তনে বিশ্ব শুল্ক দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, কাস্টমস আদায় আরও সহজ করতে কাস্টমস আইন সংশোধন করা হচ্ছে। আর এটা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। এ আইনের প্রয়োগের মাধ্যমে কাস্টমস আদায় পদ্ধতি আরও সহজ ও কম সময়ে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।