আমি তোমায় পেলাম
আমির হামজা
তুমি নেই তাই আমি নেই,
তুমি এলে তবেই যেন প্রান পেলাম,
হঠাৎ এসে কেন বললে আমায়,
ফিরে তাকাও, আমি এইতো এলাম,
আমি ফিরে তাকালাম।
আমি তোমাই পেলাম।
এতো দিন তুমি কথায় ছিলে
এলেনা কেন শরৎ, হেমন্ত, বসন্তে?
এলে তুমি বর্ষা বাদলে।
তোমায় পেয়ে আমি যেন কি পেলাম,
তুমি এসে হঠাৎ কেন বললে আমাই - এইতো আমি এলাম।
আমি সব ভুলে ফিরে তাকালাম।
আমি তোমায় পেলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।