জামালপুরের সরিষাবাড়িতে কোটি টাকার টেন্ডার ভাগ ভাটোয়ারা নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মীদের মধ্যে হট্টগোল, ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারধরের ঘটনা ঘটেছে। গতকাল সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় পূর্ব ধারাবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুলভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৩ লাখ ১৭ হাজার টাকার দুটি ভবন নির্মাণ কাজের জন্য ৮ জানুয়ারি দরপত্র আহ্বান করে সরিষাবাড়ি উপজেলা এলজিইডি অফিস। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। এ কাজের জন্য ৩৬টি দরপত্র বিক্রি হয়। এ কাজের নেগোসিয়েশনের জন্য আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ডা. মুরাদ হাসানের গ্রুপ ও জাতীয় পার্টির বর্তমান এমপি মামুনুর রশিদ জোয়ার্দ্দারের গ্রুপের মধ্যে রবিবার রাতভর গোপন বৈঠক হয়। বৈঠকের সাবেক ও বর্তমান এমপির লোকজন ভাগবাটোয়ারা করে কাজটি নিবে সিদ্ধান্ত হলেও আওয়ামী লীগের অপর একটি গ্রুপ এই সিদ্ধান্ত মানেননি। এ অবস্থায় গতকাল সকাল থেকে সাবেক ও বর্তমান এমপির লোকজন উপজেলা এলজিইডি অফিসে দরপত্র জমা দেওয়ার বাঙ্টি ঘিরে পাহারা দিতে থাকে । এ সময় উপজেলা যুবলীগের দফতর সম্পাদক ফরিদুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজের নামে আওয়ামী লীগ কর্মী ফজল মিয়া দরপত্র জমা দিতে এলে সাবেক ও বর্তমান এমপির সমর্থকরা তাকে দরপত্র জমা দিতে বাধা দেয়। বাধা উপেক্ষা করে দরপত্র জমা দিতে গেলে দুপক্ষের মধ্যে চরম হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সাবেক ও বর্তমান এমপির সমর্থকরা আওয়ামী লীগ কর্মী ফজলের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে টেনে হিঁচড়ে তার গায়ের কাপড় ছিঁড়ে ফেলে। এ ঘটনায় অন্য ঠিকাদাররা দরপত্র জমা দিতে পারেনি। এলজিইডি অফিস সূত্রে জানা গেছে বিক্রি হওয়া ৩৬টি দরপত্রের মধ্যে জমা পড়েছে ৮টি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।